পূবর্ধলা উপজলোয় আজ সোমবার (৩১ জানুয়ারী) প্রথমবারের মতো ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যালট পেপার ছাড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ব্যালট পেপারের জায়গায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট হয়েছে।
এতে আনারস প্রতীকে ইসতেয়াক আহমেদ পেয়েছেন ১৯০৫ ভোট, টেলিফোন প্রতীকে এ কে এম মাহাবুবুর রহমান পেয়েছেন ১১০৯ ভোট, মোটর সাইকেল প্রতীকে খান মোহাম্মদ পেয়েছেন ১৯৩০ ভোট, চশমা প্রতীকে মো: আব্দুর রহমান পেয়েছেন ১৯৬৯ ভোট, ঢোল প্রতীকে মো: আব্দুল হালিম খান পেয়েছেন ১২৫৯ ভোট, নৌকা প্রতীকে মো: ছাদেক মিয়া পেয়েছেন ৭৫৪ ভোট, রজনী গন্ধা প্রতীকে মো: রুবেল খান পেয়েছেন ১৬৬৯ ভোট, দুটি পাতা প্রতীকে মো: রুবেল খান পেয়েছেন ১৬৬৯ ভোট, টেবিল ফ্যান প্রতীকে প্রতীকে মো: রুহুল আমিন পেয়েছেন ৪৭৭ ভোট, অটো রিক্সা প্রতীকে মো: রেজুয়ানুর রহমান পেয়েছেন ৪১৬৪ ভোট ও ঘোড়া প্রতীকে মো: শেখ বিজয় পেয়েছেন ৩৭৪ ভোট।
বেসরকারী ভাবে অটো রিক্সা প্রতীকের মো: রেজুয়ানুর রহমান কে বিজয়ী ঘোষনা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ।
Be First to Comment