পূর্বধলায় হাতেনাতে ধরা পড়লো ট্রান্সফরমার চোরচক্রের ৩ সদস্য

নেত্রকোনার পূর্বধলায় ট্রান্সফরমার ও মূল্যবান বিদ্যুৎ সরঞ্জাম চুরির অভিযোগে একটি সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। দীর্ঘদিন ধরে এলাকায় একের পর এক চুরির ঘটনায় চরম ভোগান্তিতে থাকা এলাকাবাসীর হাতে অবশেষে ধরা পড়লো এই চক্রটি।

​ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি-বালিয়া গ্রামে। আটককৃতরা হলেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের হরিপুর গ্রামের কাওসার (৩০), আল-মামুন (২৫) ও জয়নাল (২৭)

​কৈলাটি গ্রামের বাসিন্দা মাসুম তালুকদার জানান, ভোরে ঘুম থেকে ওঠার পর তিনি তার ফিশারির লাইট বন্ধ দেখতে পান এবং মোটরের সুইচ অন করেও তা না চলায় সন্দেহ হয়। ট্রান্সফরমারের কাছে গিয়ে তিনি দেখেন সেটি চুরি হয়ে গেছে। এসময় দুজন সন্দেহভাজন ব্যক্তিকে সাইকেলে দ্রুত পালাতে দেখে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ধাওয়া করলে অভিযুক্তরা চুরি করা ট্রান্সফরমার ও অন্যান্য সরঞ্জাম ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সাধুপাড়া এলাকায় জনতার হাতে তারা ধরা পড়ে।

​আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা চুরির বিষয়টি স্বীকার করেছে। স্থানীয় বাসিন্দা আতাউর তালুকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে এলাকার মানুষ চুরির ঘটনায় ভোগান্তিতে ছিল। আমার নিজেরই দুটি ট্রান্সফরমার ও একটি মোটর চুরি হয়েছিল।” চোরেরা ধরা পড়ায় এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে।

​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের হাতে আটক হওয়া তিনজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পূর্বধলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. শাহিনুর আলম মৃধা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *