বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা তরুণ দলের উদ্যোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সালাউদ্দিন আহমেদ নওয়াব, এবং ফকির শহিদ সায়েদ আল মামুন শহীদ ফকির।
পূর্বধলা উপজেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুক মিয়া। বিশেষ বক্তা ছিলেন নেত্রকোণা জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মো. মহসীন খান এবং উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক এস.এম মানিক।
এছাড়াও, অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দলের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।