অকালে ঝরে গেল সম্ভাবনাময় জীবন: ক্যান্সারের কাছে হার মানলেন মেধাবী ছাত্র তামীম

ক্যান্সারের কাছে হার মেনে অকালে ঝরে গেল নেত্রকোনার পূর্বধলার মেধাবী শিক্ষার্থী তামীমের সম্ভাবনাময় জীবন। গতকাল ১২ সেপ্টেম্বর, শুক্রবার, ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ ১৩ সেপ্টেম্বর, শনিবার, পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

​মাত্র ১৯ বছর বয়সে ক্যান্সার কেড়ে নিল তামীমকে, যিনি তার মেধা আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে সবার মন জয় করেছিলেন। তার বাবা মৃত আব্দুল মান্নান অনেক আগেই মারা গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে হয়েও তিনি নিজের আয়ে পড়াশোনা করতেন এবং ছোট বোনকেও দেখভাল করতেন। কোনো প্রাইভেট কোচিং ছাড়াই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তির সুযোগ পেয়েছিলেন।

​তবে ভর্তি হওয়ার আগেই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। দাঁতের সমস্যা নিয়ে শ্যামগঞ্জ বাজারের একটি ক্লিনিকে দাঁত তোলার পর তার দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ শুরু হয়। ধীরে ধীরে পচন ধরে এবং সেই ইনফেকশন পুরো শরীরে ছড়িয়ে পড়ে। পরে চিকিৎসকরা জানান, তামীম ক্যান্সারে আক্রান্ত।

​দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার চিকিৎসার খরচ জোগানো অসম্ভব ছিল। তাই ছাত্র সমাজের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য দেশব্যাপী অর্থ সহায়তা কামনা করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২১ লক্ষ টাকা সংগ্রহ করা হয়। এই টাকা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল, ল্যাবএইড, আনোয়ার খান মডার্ন হাসপাতালসহ একাধিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এমনকি তাকে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছিল, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতির কারণে শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি।

​গতকাল ১২ সেপ্টেম্বর, শুক্রবার, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তামীম মারা যান। তার মৃত্যুতে পরিবার, বন্ধু-বান্ধব এবং এলাকার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একটি সম্ভাবনাময় জীবনের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছে না কেউ। তার অকাল মৃত্যুতে নেত্রকোনার পুরো পূর্বধলায় শোকের মাতম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *