নেত্রকোণার পূর্বধলা উপজেলায় এক মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নিজ হোগলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম ফারুক মিয়া (২৭)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিজ হোগলা গ্রামে অভিযান চালায়। এ সময় ফারুক মিয়ার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় একটি মামলা (নম্বর-০৮) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।