নেত্রকোনার পূর্বধরায় গতকাল রবিবার ৩ অক্টোবর পূর্বধলা ও ময়মনসিংহের ধোবাউড়া আসনের সাবেক সাংসদ ডাঃ মোহাম্মদ আলীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পূর্বধলা সদরের মরহুমের বাসভবনে বেলা ১২টায় কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি সাবেক সদস্য মজিবুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য রাবেয়া আলী।
উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, যুবদলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম আনার, আব্দুর রউফ, যুবদলনেতা হান্নান শহিদ, বিকাশ ঘোষ, মাহাবুব তালুকদার প্রমুখ। আলোচনা শেষে প্রয়াত নেতা ডাঃ মোহাম্মদ আলীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Be First to Comment