নেত্রকোণা পূর্বধলা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়। ২৯ সেপ্টেম্বর রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বধলা উপজেলায় আহ্বায়ক মো: এনামুল হক (হলুদ), সদস্য সচিব মো: নাজমুল হুদা (ফিরোজ)। এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো: মনসুর আজাদ খোকন আকন্দ, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন আকন্দ, মো: শাকিল হায়াত খান বাদশা, ইসতেয়াকুর রহমান বাবু, এনায়েত কবির।
জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় কেদ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত একটি সাংগঠনিক সভায় এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। সভায় জেলা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
Be First to Comment