নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার বালুচরা বাজারে নিরাপদ সড়কের দাবিতে আজ শুক্রবার সকালে মানববন্ধন করেছে পূর্বধলাবাসী। মানববন্ধনে মো. বেলাল হোসেন, মাহমুদুল হাসান আরিফ, রানা, সাজ্জাদ হোসেন রিপন, সিদ্দিক, জুয়েল, খায়রুল বাশার, ফারুক আহাম্মেদ, আবুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা বলেন, বিরিশিরি থেকে প্রতিদিন শত শত ট্রাক বালু, চিনামাটি পরিবহন হয় দেশের বিভিন্ন স্থানে। এ সব যানবাহনের বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। বহুলোক পঙ্গুত্ব বরণ করছেন। ফলে এ সড়কটি এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তারা দাবি করেন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ, নিরাপদ সড়কের দাবিতে কুমুদগঞ্জ মোড় ও পূর্বধলা চৌরাস্তা মোড়ে ফুটওভার ব্রিজ, রোড ডিভাইডার এবং লাইসেন্স বিহীন চালক দিয়ে ট্রাক চলাচল বন্ধ করতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবি জানান।
উল্লেখ্য এই সড়কটি নিরাপদ করার দাবিতে চলতি মাসের ৬ তারিখেও শ্যামগঞ্জ মোড়ে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।
Be First to Comment