নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল, কেক কাটা, আনন্দ র্যালী, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করে। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু প্রমুখ।
দিবসটি উপলক্ষে পূর্বধলা সরকারি কলেজ দিনব্যাপি নানান কর্মসূচির পালন করেছে। কলেজ ক্যাম্পাসে আলোকসজ্জা, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পন করে। কলেজ হল রুমে আলোচনা সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতনের সভাপতিত্বে বক্তব্য করেন সহকারী অধ্যাপক আনোয়ারুল হক, নূরুন্নাহার খানম, প্রভাষক এমদাদুল হক বাবুল, আলকাছ উদ্দিন, মোহাম্মদ আলী জুয়েল, অফিস সহকারী নজরুল ইসলাম তফসী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল। এ সময় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। পরে ছাত্র-শিক্ষক, কর্মচারী, পূর্বধলা হেল্পলাইনের সদস্যদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও মিষ্টি মুখ করা হয়।
এদিকে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোও বিভিন্ন অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেছে।
Be First to Comment