নেত্রকোনা পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান (৭৭) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পূর্বধলা সদরের নিজ বাসার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পুকুরে মাছ চাষের জন্য বাঁশের খুঁটি গেড়ে বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন। সবার অজান্তে বিদ্যুতের খুঁটির ক্যাবল পানিতে পতিত হলে পানি বিদ্যুতায়িত হয়ে যায়। এ অবস্থায় তিনি পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাকে উদ্বার করে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের সাবেক সফল ও জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন।
Be First to Comment