Press "Enter" to skip to content

পূর্বধলায় সপ্তাহ ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নেত্রকোনার পূর্বধলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে’র উদ্যোগে সপ্তাহ ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর কবীর’র সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা উদ্ভিদ সংরক্ষণ মো: রফিকুল ইসলাম’র উপস্থাপনায়  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এম এ আওয়াল, সাবেক কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ আফরোজ মনি, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকুর আহম্মদ, সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: রুহুল আমীন প্রমুখ।

মেলায় ২৪টি ষ্টল স্থান পেয়েছে। আগামি ২৭ সেপ্টম্বর পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় আধুনিক বিভিন্ন প্রযুক্তি ২৪ টি ষ্টলে উপস্থাপন করা হয়েছে।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.