করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলাতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে । ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রত্যেক মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন। এরই প্রেক্ষিতে নেত্রকোনার পূর্বধলায় করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আর্থিক অস্বচ্ছলতা দুরীকরণে উপজেলার ৭৯৬টি মসজিদ সমূহের ইমাম ও মোয়াজ্জেনদের এই আর্থিক অনুদানের বরাদ্দ রয়েছে। আজ ২ জুন (মঙ্গলবার) সকাল ১১ টায় হোগলা, ঘাগড়া, জারিয়া ও ধলামূলগাঁও ইউনিয়নের মসজিদ সমূহে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা প্রকৌশলী গোলাম সামদানী প্রমুখ। আগামীকাল ৩ জুন পূর্বধলা সদর ও আগিয়া ইউনিয়নে সকাল ১১ টায় অনুদানের চেক বিতরণ করা হবে।
Be First to Comment