নেত্রকোণা পূর্বধলায় করোনা পজিটিভ আসা ব্যক্তিদের ২য় টেস্টের তালিকা প্রকাশ করলো ২৯মে শুক্রবার রাতে নেত্রকোণা সিভিল সার্জন অফিস। এর মধ্যে জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদারের করোনার চূড়ান্ত টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।
এছাড়া পূর্বে পজিটিভ আসা সরকারি জগৎমণি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল হাসান, যুবলীগ নেতা ফেরদৌস আলম, উপজেলা পরিষদের অফিস সহকারি প্রশান্ত কুমার ও অমল কান্তি রায়, ভূমি অফিসে কর্মরত মোবারক হোসেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো: তানজিল হাসান ও অফিস সহকারী আতিকুল ইসলাম ২য় টেস্টে নেগেটিভ ফলাফল এসেছে। সকলেই নিজ বাসায় স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশনে আছেন।
Be First to Comment