নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সির নির্দেশে পূর্বধলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত আবুল বাশারের স্ত্রীর কাছে নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
গত শুক্রবার ৮ মে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা পশ্চিম পাড়া গ্রামের নিহত আবুল বাশারের স্ত্রীর হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল -২১ কেজি, আলু-৬ কেজি,তেল-৩ কেজি, পিয়াজ-৩ কেজি,লবন-৩ কেজি, ডাল-৩ কেজি, সেমাই ৪ প্যাকেট, চিনি-২ কেজি, সাবান -৬ পিস।
উল্লেখ্য গত ৪ মে পূর্বধলা উপজেলার বারহা পশ্চিম পাড়া গ্রামের মঞ্জুরুল হকের শশা ক্ষেতে প্রতিবেশী নবাব আলীর একটি গরু প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল বাশার নিহত হয়। নিহত আবুল বাশার ছিলেন পরিবারের একমাত্র উর্পাজনক্ষম ব্যাক্তি। তার পরিবারে রয়েছে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে। অসহায় এ পরিবারটি পাশে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি।
Be First to Comment