নেত্রকোনা পূর্বধলায় গত ২ মে শনিবার এক চিকিৎসক ও ৪জন হসপিটাল কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আজ আংশিক লকডাউন ঘোষণা করেছে পূর্বধলা হাসপাতাল কর্তৃপক্ষ।
এক নোটিশে জানানো হয় আজ ৪ মে সোমবার হতে আগামী ২১ দিন অর্থাৎ ২৪ মে রবিবার পর্যন্ত সকল প্রকার সার্টিফিকেট প্রদান বন্ধ থাকবে, আউটডোর সম্পূর্ণ বন্ধ থাকবে, সকাল- ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত জরুরী বিভাগে রুগী ভর্তি ও চিকিৎসা চালু থাকবে, দুপুর ২টার পর শুধু মাত্র প্রসুতি রোগী ডেলিভারি গ্রহণ করা হবে।
Be First to Comment