জাতীয় মহিলা সংস্থা পূর্বধলা উপজেলা শাখার চেয়ারম্যান মনি কর্মকার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কবিতা লেখার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় মানবন্ধন ও কুশ পুত্তলিকা দাহ করেছে পূর্বধলা উপজেলা ওলামালীগ। সোমবার (২৭ এপ্রিল) স্টেশন রোডে জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ের সামনে মনির বিরুদ্ধে মানববন্ধন শেষে কুশ পুত্তলিকা দাহ করা হয়।
উপজেলা ওলামালীগের সভাপতি মোঃ খাজে আলী খাঁনের নেতৃত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাও. সাদেকুল ইসলাম, মাও. শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সদস্য মাও. আঃ হামিদ, মাও.আঃ জলিল, মাও. আব্দুর রাশিদ শেখ প্রমুখ। মানবন্ধনে বক্তরা মনি কর্মকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, মানবন্ধনের বিষয়ে আমি অবগত নই তবে মনি কর্মকারের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখছি।
উল্লেখ্য, পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) ফেসবুকে কুরুচিপূর্ণ শব্দব্যবহারের মাধ্যমে ‘ধর্মীয় আঘাত’ দিয়েছেন মর্মে ফেইসবুকে ভাইরাল হয়। এ নিয়ে পূর্বধলা থানায় অভিযোগও দায়ের করা হয়। পরে ২৫ এপ্রিল (শনিবার) পূর্বধলা প্রেসক্লাব হলরুমে গণমাধ্যমকর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মনি কর্মকার তার লিখিত বক্তব্যে দাবী করেন জাতির এই সংকটময় মূহুর্তে যেসব ব্যাক্তি চাল কেলেংকারীর সাথে জড়িত মূলত তাদের উদ্দেশ্যেই তিনি একটি কবিতা লিখেন। মনি কর্মকার তার আইডি কেন্দ্র করে এমন অনাকাংখিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য মুসলিম সম্প্রদায়ের প্রত্যেকের নিকট সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং উদ্ভোত পরিস্খিতির জন্য অনুতপ্ত হন।
Be First to Comment