নেত্রকোনা পূর্বধলায় গতকাল ২৩ এপ্রিল বৃহস্পতিবার করোনা উপর্সগ নিয়ে একজনের মৃত্যু হয়। মৃত্যু বরনকারি ব্যাক্তির নাম ছিদ্দিক মিয়া (৪৫) সে উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, মৃত্যু বরনকারি ব্যাক্তির ছেলে সাইফুল ইসলাম এবং তার ভাই চাঁন মিয়া কিছুদিন আগে চট্টগ্রাম থেকে শ্রমিকের কাজ করে বাড়িতে আসার পর আজ ছিদ্দিক মিয়া সর্দ্দি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। তার মৃত্যুর খবরে এলাকার মানুষের মাঝে কিছুটা ভীতির সঞ্চার হয়েছে। তবে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে কিনা তা জানাযায়নি।
Be First to Comment