দর্পন ডেস্কঃ ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা নির্বাচন অফিস ও প্রশাসনের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ সোমবার (২ মার্চ) সকাল ১০টায় ইউএনও উম্মে কুলসুমের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে শুরু করে বর্নাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, নির্বাচন অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পূর্বধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার, বিআরডিবি’র চেয়ারম্যান মোতাহার হোসেন খান, ভারপ্রাপ্ত আনসার বিডিবি কর্মকর্তা হাজেরা খাতুন, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার নিজাম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গতবছর মুক্তিযুদ্ধের সূচনার জন্য গৌরবময় মার্চ মাসের ১ তারিখকে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বেছে নেয়া হয়েছিল। এ বছর তারিখটি পরিবর্তন করা হয়েছে।
Be First to Comment